বাংলাদেশের নাটকের দর্শকের প্রিয় নাম জিয়াউল ফারুক অপূর্ব। এখনো তার নতুন নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সবাই। নাটকপ্রেমী দর্শকের কাছে জুটি হিসেবে বেশ প্রিয় অপূর্ব-তটিনী। অপূর্ব ও তটিনীকে নিয়ে রুবেল হাসানের সাম্প্রতিক নির্মাণ ফিরে আসা। নাটকটি গতকাল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
‘তোমায় পাবো কি?’ নাটকে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। গল্পে দেখা যাবে, ছেলেটি গায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে কষ্ট করছে। তার আশা, একটা জুতসই সুযোগ পেলেই ভাগ্য বদল হবে। সেই অপেক্ষায় আছে সে। অন্যদিকে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। মেয়েটি একটি ছিমছাম পরিবারে বেড়ে উঠেছে। রুদ্রর সঙ্গে তার কয়েক